সাকরাইন

হুমায়ুন বাদশাহ্
ঢাকা।

ছড়া: সাকরাইন

সূতোয় কড়া মাঞ্জা দিলাম
ওড়াবো এবার ঘুড়ি,
গোত্তা খেলে তোর আঙ্গিনায়
রাগ করিস না ছুড়ি।

ছাদে গিয়ে দাঁড়ালে তুই
ঘুড়ির নাগাল পাবি,
সেই ঘুড়িতে খুঁজলে পাবি
আমার মনের চাবি।

হাঁড় কাঁপানো পৌষের শীতে
ওড়াবো রঙিন ঘুড়ি,
সাকরাইনে তোর মনটা এবার
করবো আমি চুরি।

অচিনপুর ডেস্ক /এসএসববি

Post navigation