
‘শেখ রাসেল দিবস’ উদযাপন উপলক্ষে কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলা একাডেমি। বাসস।
বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে ‘রাসেলের জন্য ভালোবাসা’ শীর্ষক অনলাইনে অনুষ্ঠানে কবিতা পাঠে অংশ নেন কবি আয়শা জেবিন, মনজিল মুরাদ লাভলু, অনিকেত রাজেশ, মণিপুরি কবি রওশন আরা বাঁশী, সিং ভাষার কবি হরেন্দ্রনাথ সিং, ওরাওঁ ভাষার কবি অর্পা কুজুর।
আবৃত্তি পরিবেশন করেন বাচিকশিল্পী রাশেদ হাসান, রোহেনা সুলতানা, জাহিদুল যাদু এবং শাশ্বত নিপ্পন।
বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শওকত আলী।