শুধু একটা শূন্য


লেখক: মোহাম্মদ জাহিদ হোসেন

ছোট গল্প: শুধু একটা শূন্য
আজ আমি অভিককে দেখতে এসেছি, হাসপাতালের মর্গে। সাদা শুত্র ট্রের মাঝে অভিক শুয়ে আছে। আজ ওর মুখে সেই চিরচেনা হাসি নেই, ও ঘুমাচ্ছে। ওকে দেখে মনে হলো যেন একটা নিরেট পাথর।
সামনে শুভ্র সাদা কাপুড়ে মোড়ানে রয়েছে অভিকের নিথর দেহ। তার পাশে স্থীর হয়ে দাড়িয়ে আছে পরী, পরী অভিকের বড় মেয়ে।
আমার চোখের সামনে ভেসে উঠলো অভিকের জীবনের এক বাস্তব ছবি এ যেন এক জীবন চিত্র।
এই তো ২২ বছর আগে হঠাৎ রাতে নিশির প্রচুর প্রসব ব্যাথা উঠলো। অভিক দ্রুত নিশিকে হাসপাতালে নিয়ে ভর্তি করলো। ডাক্টার দ্রুত অপারেশন করার জন্য ওটিতে নিয়ে গেলো।
জন্ম হলো পরীরঃ
হাসপাতাল খরচ সর্বসাকুল্যে ত্রিশ হাজার ! টাকা যেন কিছু নয় !জন্মানোর মূল্য নেহাৎ কম নয়!
পরী পুঁচকিটা সবে মায়ের দুধ ছেড়েছেঃ
বেবিফুডের দাম আকাশছোঁয়া! তার উপর নতুন জামা…ন্যাপি…কত কি! সবসব মিলিয়ে মাসে কমপক্ষে হাজার পাঁচেক টাকার ধাক্কা!
পরী যে সময় হাঁটতে শিখেছেঃ
হাঁটতে শিখেই বাসার সব জিনিস ভেঙেছে! ভাঙার পর তার খিঁক খিঁক হাসি যদি দেখতে! উপরের পাটির দুটো দাঁত উঠেছে! আবার যখন তখন কুটুস করে কামড়েও দেয়!
পরীর পুতুল চাইঃ
বাপরে বাপ! একটা পুতুলের দাম প্রায় এতো টাকা…! দুঘন্টা পরেই তো এটার কাম শেষ হবে! একে বলে সহজ কথায় অপচয়! কি আর করার মাসে তা প্রায় হাজার দুই টাকার অপচয়।
পরী স্কুলে ভর্তি হলোঃ
ইউনিফর্ম-বই খাতা- মাস গেলে স্কুলের বেতন -সব মিলিয়ে তা প্রায় হাজার ছয়েক তো হবেই।
পরীর টিউটর চাইঃ
ভাল রেজাল্ট করতে হলে ভাল করে পড়তে হবে। সবকটা সাবজেক্টের টিচার চাই। একেক জনের বেতন ন্যুনতম তিন হাজার টাকা ! সবকটা মিলিয়ে মাসে ষোল হাজার !
পরীর সাজের ঘটাঃ
সুন্দরীর সাজার শখ ষোল আনা। তার হাল ফ্যাশনের জামা চাই। ক্রিম লিপস্টিক,ফেসিয়াল—কত হাঙ্গামা!এই প্রোডাক্ট মাখছে,ঐ প্রোডাক্ট মাখছে!
এ জন্য মাসে গুনতে হচ্ছে প্রায় পাঁচ হাজার টাকা।
পরীর বিয়ের বয়েস হলঃ
সম্বন্ধ দেখতে দেখতে পাগল! দলে দলে পাত্রপক্ষ দেখতে আসছে-আর নাস্তার শ্রাদ্ধ! হাজার হাজার টাকা শুধু মিষ্টির পেছনেই গেলো!
পরীর বিয়ে হলঃ
ভাল পাত্রেই বিয়ে হয়েছে। দেখতে শুনতে ভাল।পয়সাওয়ালাও বটে।তবে ছয় ভরি সোনা, আর প্রচুর ফার্ণিচার চেয়েছে। দুশো বরযাত্রী! এসি সেন্টারে খাওয়াতে হবে, আর খাবারে থাকতে হবে আধুনিকতার ছোঁয়া -বেয়াই এর আবদার। অগত্যা!……খাবারের পিছনে আট লাখ!
বিয়ের পরে পরীর শ্বশুর বাড়ীঃ
বিয়ে দিলেই তো হল না। প্রথম প্রথম সবাইকে এটা ওটা দিয়ে ঠান্ডা রাখতে হয়। বেয়াইকে নতুন জামা কাপড়, বেয়ানকে জামদানি, জামাইকে স্যুট……!সব মিলিয়ে লাখ টাকার এক পয়সা কমেও সম্ভব নয়!
পরী কাঁদছেঃ
জামাইয়ের ব্যবসা ভালো যাচ্ছে না ! দশ লাখ টাকা লাগবে! ওটা কি মুখের কথা! এত টাকা…! অভিক তার সমস্ত জমানো টাকা দিয়ে দিয়েছে পরীর জীবনের সুখের জন্য।
পরীর বরের জন্য গাড়িঃ
গাড়ি কেনার জন্য আবার আট লাখ! দিতে পারা যায়! অসম্ভব! অভিক কিছুতেই দিতে পারছে না। কোথা থেকে দিবে, অভিকের তো আর কিছু অবশিষ্ট নেই।
অভিকের শেষ সময়ঃ
এক পরীকে সুখে রাখতে গিয়ে অভিক নিজের প্রতি প্রচন্ড অবহেলা করেছে যার ফল আজ ও পেলো।
আসলে সংসারটা বড় মায়ার জায়গা এখানে অভিকের মতোন সাধারন বাবারা কেবল দিয়েই যায় বিনময়ে কিছুই পায় না শুধু অবহেলা ছাড়া।
অভিক নিজের চিকিৎসা না করিয়ে সব কিছু দিয়ে চেষ্টা করেছিলো সংসার টাকে বাঁচিয়ে রাখতে।
হাসপাতালের মর্গে নিথর পড়ে আছে অভিকের দেহ। অবশেষে হাসপাতালের সমস্ত বিল মিটিয়ে হাতে পেলাম অভিকের হীমশীতল নিথর দেহ। সব মিলিয়ে হাসপাতালে গেল ষাট হাজার টাকা।
অবশেষে লাশ অভিক…
বাসায় লাশ আনা হলো,চারিদিক থেকে কানে ভেসে আসছে কুরআন তেলোয়াতের শব্দ। আগরবাতি আর কর্পুরের গন্ধ চারিদকে বাতাসকে মাতোয়ারা করে তুলছে।
কাফনের কাপড়, আর শেষ সময়ের সামান্য উপকরন !—এবার খরচটা পুরোপুরি সাশ্রয়!
আমি ভাবছি, আমি সহ অভিকের তো অনেক বন্ধু অভিকের এ পরিনতীর জন্য আমরা কি এতুটুকু দায়ী নয়? আমরা কি পারতাম না শেষ সময়ে অভিকের চিকিৎসাটা করাতে কিম্বা সকলে মিলে অভিকের বোঝাটাকে একটু হালকা করতে? আসলে এটা কি ভদ্রবেশী মানুষের ভদ্র মানুষিকতার প্রকাশ না কি পুরনো সেই মানুষিকতার আধুনিক প্রকাশ? মানবিকতা কি সত্যি তাহলে আজ কেবল বই এর মধ্যেই সীমাবদ্ধ?
অভিকের জীবনের এতদিনের সমস্ত হিসাবের যোগফল—
……শুধু একটা শূন্য!
(বিঃদ্রঃ- টাকার হিসাবটাকে অভিকের জীবনের কষ্টের রূপক হিসাবে বোঝানো হয়েছে।)

,

Post navigation

879 thoughts on “শুধু একটা শূন্য

  1. In September 1999, Liam’s moms and dads different and Bianca will take him to Manchester. December five – The initially examination flight of the Orion spacecraft productively can take place from Space Launch Complex 37B at Cape Canaveral Air Force Station in Florida. Jim and Norma Jeane began relationship casually in December of 1941, soon after Grace questioned him to escort the budding younger girl to the Christmas dance set on by Doc’s company. In the summer time of 1937, Grace at past rescued Norma Jeane from the orphanage. Aunt Ana assisted the Doughertys strategy the wedding ceremony, and she gave Norma Jeane a very simple but tasteful wedding gown. In recounting the story in later interviews, Marilyn variously gave her age at the time of the incident as 6, 8, 9, or at some time in adolescence. However, Smith has clarified it was a joke referencing Animal House and he never gave Silent Bob a last identify. Later that working day, Zack sets up a fort in the household for Ashton.

  2. Therewas always the hazard of self-betrayal from lipstick on a collar to a lodge receipt in a pocket to merely acting responsible or suspicious. Before you go going to relationship websites, getting gifts or building hotel reservations on a computer system in your residence, know that your husband or wife can quickly sniff out websites you have been browsing. I’m not guaranteed whether this write-up is penned by him as nobody else know this sort of thorough about my problems. They undoubtedly know how to remember to a person and that’s so hot about them. You spy a handsome person in the bar. And, as ever, your significant other can hire a personal investigator, and he or she has entry to heaps of newfangled tools with which to spy on you. But your forays on to the Web depart indications of what you have been accomplishing for everyone with entry to your laptop to obtain. EDIT: Since fleet is correct, here is a hyperlink to the game’s steam web site: XCOM® 2 on Steam I are unable to uncover any respectable screenshots of the women but, seems the vast majority of the soldier photographs are of the dudes.

  3. It’s a bit heady, but there’s a bed room attractiveness to the woozy madness. It’s a sweet and uncomplicated funk electric powered guitar ballad from Dean Blunt, the ever-booked London producer. “Bouncing” starts off sweetly enough: a flurry of haunting coos that are quickly interrupted by a loud bass drum thud and an unnerving static guitar reverb. They are really engaging, personable, and (of system) attractive. These are all documented below. Critics Consensus: Tepid and weary, After’s pleasurable flourishes are enable down by its generic story. Critics Consensus: Closer’s talented cast and Mike Nichols’ normally certain course help easy a bumpy journey from phase to display. Although there is no registration essential for you to chat in our usually cost-free textual content chat rooms, some absolutely free live webcam girls rooms check with for you to indication up for a cost-free chat home membership, that way you could also chat with the reside cam ladies in their personal intercourse chat if you need. People who want to converse privately primarily use these chat rooms, such as only people men and women they want. Parliament accepted the report by 354 votes to seven – the 7 votes all from Conservative MPs, with no votes recorded for 225 Conservative MPs, who either abstained or failed to switch up for the vote.

  4. If you have a need to go on a sexual adventure with a lesbian, a MILF, a homosexual daddy, a teenager model, or even a attractive granny, UNCams can give you all the sexual adventures you may possibly want to be in. There’s constantly an energetic MILF who can give you extra than what your momma can give you on dwell experienced camz. Free mature cams on CamBB attribute gorgeous more mature women who know how to you should you. Our people who want to have knowledge about the chat alternate principles can click on on the movie chat button to browse our procedures. You have to keep me that I will never slide away as he pushes. Take a glimpse and have a squeeze oneself! If you like some expertise, you have located the excellent mature free of charge camsex internet site! With a dozen cam businesses showcased on our grownup cam web page you will discover lots of Chaturbate women to get naughty with, Stripchat woman cams and a lot more. Sexy Stripchat matures, enjoying with her saggy tits. Needy experienced Stripchat granny fingering her hairy pussy. Horny Chaturbate experienced cam woman finding pussy fucked by a sexual intercourse device.

  5. Body hair progress (but not facial hair development) shall be decreased (inside 6 months normally). Flibanserin can increase the variety of times you will have a satisfying sexual experience by once a month or once each two months. If you have already got a set of non-vibrating beads, Lelo’s just lately launched vibrating beads would be a enjoyable new class to explore. Dreams of fanatics, extremists, fundamentalists, slender minds, closed minds, monomaniacs–all these people who’re a lot enjoyable at parties. The flip facet of this is that bisexuals are much less probably than lesbians to have had only women partners within the previous year-9% for bisexuals in comparison with 75% of lesbians (and less than 1% heterosexuals). Book an Eiffel Tower room for an unobstructed view, or have a drink on the bar on the 34th flooring. In the calculus ebook we are currently using on my campus, I found no single problem whose answer I felt the student would care about! Each of the rooms are furnished in their very own distinct fashion of antiques and period furnishings. It’s huge balconies, postcard good views of the Eiffel Tower and opulent rooms had been immortalized in Sex and town.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *