শাহ আবদুল করিম লোক উৎসব ১৫ ফেব্রুয়ারি শুরু

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে দুইদিনব্যাপী শাহ আবদুল করিম লোক উৎসব শুরু হতে যাচ্ছে ।

১৯তম আসরটি বাউল সম্রাট শাহ আবদুল করিমের জন্মস্থান সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে অনুষ্ঠিত হবে। চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

শাহ আবদুল করিমের ছেলে ও আবদুল করিম লোক পরিষদ উজানধরে সভাপতি শাহ্ নূর জালাল এ তথ্য জানান।

তিনি জানান, লোক উৎসবটি তার বাবা জীবিত থাকা অবস্থায় ২০০৬ সাল থেকেই শুরু হয়। এরই ধারাবাহিকতায় এ বছর ১৫ ফেব্রুয়ারি ১৯তম শাহ আবদুল করিম লোক উৎসব শুরু হবে।

নূর জালাল আরও বলেন, ‘শাহ আবদুল করিম একাধারে একজন জাত বাউল, দার্শনিক, পর্যটক এবং অসাম্প্রদায়িক চেতনার মানুষ। তিনি সবসময় সাধারণ মানুষের কথা বলেছেন, দারিদ্র-নীপিড়িত মানুষের পক্ষেই ছিল তাঁর সংগ্রাম। তাঁর প্রতিটি কথা ছিল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রখর হাতিয়ার। জাত-পাত, শ্রেণীবিদ্বেষ ভুলে মানুষকে সবসময় অসাম্প্রদায়িক জীবন-যাপনের পথে টেনেছেন।’

ধর্মবর্ণ নির্বিশেষে সবার সম্প্রীতি ও সহাবস্থানে বাউল করিমের লেখা ও গাওয়া সৃষ্টিকর্ম প্রচার ও প্রসারে এ আয়োজন উল্লেখ করে শাহ নূর জালাল বলেন, ‘বাবার সৃষ্টিকর্ম যেন মানুষের মধ্যে চিরকাল বেঁচে থাকে এটাই আমাদের চাওয়া। বাবার সৃষ্টকর্মকে প্রচার-প্রসার এবং সংরক্ষণের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’

উৎসবে সবার অংশগ্রহণ কামনা করে তিনি জানান, দুই দিনব্যাপী অনুষ্ঠান প্রতিদিন বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হবে। এতে শাহ্ আবদুল করিম জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা ও ভোর রাত পর্যন্ত চলবে শাহ আবদুল করিমের গান।

Post navigation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *