রম্য গল্প : Bill Gates, “It’s was mistake”.

নন্টি এক বছর টাকা জমিয়ে ভীষণ শখের একটি ল্যাপটপ কিনেছে। বাড়ী এনে সেটা চালাতে যেয়ে সে ল্যাপটপের উপর ত্যক্ত-বিরক্ত হয়ে সাথে সাথে বিল গেটস সাহেবকে ইমেইল করলো-

প্রিয় মি: গেটস,

ঘটনা হইল, আপনি ল্যাপটপ বানিয়েছেন ভাল কথা। খুশী হয়েছিলাম জেনে। কিন্তু আমি ল্যাপটপটা কিনলাম, কেনার পর দেখি আপনার কাজ সব উল্টাপাল্টা। কথা ও কাজের মধ্যে কোন মিল নাই। এই যেমন, keyboard এর letters গুলো সঠিকভাবে সাজানো নেই। A এর পরে S এরপরে আবার D…এটা কোনো কিছু হইল? ছোটবেলায় কি A,B,C,D ও শিখেন নাই ঠিকমত?
যাই হোক, Windows এ Start Button আছে কিন্তু Stop Button নাই কেন? মানুষ উপরে ওঠার চেষ্টা করে, আর আপনি Shutdown দিয়ে শুধু ডাউনে যেতে চান। মেয়েদের প্রতি বেশ দূর্বলতা দেখলাম, Ms-Word আছে, কিন্তু Mr. Word কবে বেরুবে? Ms. দের দেখলে মাথা ঠিক থাকে না, তাইতো! এসব ভন্ডামি ছাড়েন, বুঝলেন? এর উপরে আবার আরেক গ্যাঞ্জাম, প্রায়ই একটা ম্যাসেজ আসে “press any key to continue”, এই “any key” টা Keyboard এর কোথায় থাকে? দুইদিন ধইরা খুইজ্জাও এই key পাই নাই। এসবের মানে কি?
আর আপনি নিজে হলেন Gates (দরজা), Gates হয়ে Windows (জানালা), বানালেন কেন?
আপনার সমস্যাটা কি? আমি তা বুঝলাম না। এখনো সময় শেষ হয়ে যায়নি, সাফলতা চাইলে এগুলো ঠিক করে নেন।

যদি ভুল বসতো হয়, মাফ করে দিবো।

ইতি
পরামর্শদাতা
নন্টি from নিউখালি

Post navigation

6 thoughts on “রম্য গল্প : Bill Gates, “It’s was mistake”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *