জি এম রুহুল আমিন
ঢাকা।
কবিতা: মানুষ হ’
তোরা ধর্ম দিয়ে মানুষ চিনিস কর্ম দিয়ে নয়
তোদের কাছেই মানবতার ঘটলো পরাজয়।
তোরা সুন্নি চিনিস, শিয়া চিনিস
মুখে মুখে বড়াই করিস, সব মুসলমান ভাই;
তোরা ব্রাহ্মণ চিনিস শুদ্র চিনিস
কুলীন-অচ্ছুত বিভেদ বুঝিস মানুষ চিনিস নাই।
কে ক্যাথলিক কে প্রোটেস্ট্যান্ট
জাতিভেদের আজব বিধান তোদেরই তো গড়া
কে হীনযান কে মহাযান,
বিভেদ গড়িস পাহাড় সমান যুক্তি করিস খাঁড়া।
জাতি-ধর্মের ভাঙ ব্যবধান
সাদা-কালো সবাই সমান, সবার রক্ত লাল
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান,
ভুলে যা তুই ওরে অজ্ঞান বিভেদের জঞ্জাল।
দলাদলি আর হানাহানিতে বিপন্ন বসুমতী
মানুষ হবার চেষ্টা
করিস, দূর হবে দুর্গতি।
অচিনপুর ডেস্ক /এসএসববি
[url=https://clindamycina.online/]buy clindamycin online no prescription[/url]