ভোর

আহমেদ ইমতিয়াজ নীল
পান্হপথ, ঢাকা।

কবিতা: ভোর

এখন ভোর হতে বাকি,
কুয়াশা মুড়িয়েছে জনপদ।
আলোহীন বিস্তর ঠাণ্ডা প্রকম্পন,
এখনও আলো ফোটেনি,
সাইবেরিয়া থেকে উড়ে আসা
পাখিদের ঘর বুঝি
ডানা মেলা ভোর, শান্ত সাগর।

এখন ভোর হতে বাকি,
কিছুটা অন্ধকার আর আলোর
বিমুর্ত আঁকিবুকি।
এই যে আলো ফোটবার কাল
ভোর হওয়া স্বচ্ছ সকাল,
নরম তুলতুলে ঘাসেদের গাল।
কুয়াশার ঝরে পড়া,
শীত মাখা পাখিদের উড়ে
যাওয়া শব্দের তাল।

অচিনপুর ডেস্ক /এসএসববি

,

Post navigation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *