বিবাগী

আয়শা নাজনীন বিথী
খুলনা।

কবিতা: বিবাগী

সন্তর্পনে আমি খুঁজেছি একটা পথ
পথটাই ছিল কণ্টকময়
তবু বিষাক্ত নীলাকাশের মহামায়ায়
ছড়িয়ে দিয়েছি ডানা আর-
নদীর বুকে জলের খেলার মত যাপিত জীবনের আশ্রয় খুঁজেছি তোমাতে….
সবটাই এক ভ্রম,
নাহ্! আসলেই জীবনটা নয় কোনো মখমলের বিছানা
ভেবেছিলাম পক্ষপাতহীন হবে তোমার আলিঙ্গন
তা আর হলো কী!
বেদনার অনুকূলেই বয়ে চলল জলের খেলা ।।

এক টুকরো প্রস্থান আমায় তবে করতেই হয়!
ব্যথার আর্দ্রতায় বিবাগী হচ্ছি আমি
ধ্রুপদী অস্তিত্বের প্রগাঢ় আমন্ত্রণে…

অচিনপুর/ শারমীন সুলতানা ববি

Post navigation