বইমেলায় আজ ছিল ‘শিশু প্রহর’

বইমেলায় আজ ছিল ‘শিশু প্রহর’
অচিনপুর ডেস্ক
ঢাকা : ২ ফেব্রুয়ারি ২০১৯

অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনে আজ শনিবার ছিল সরকারি ছুটির দিন। ছুটির দিন হওয়ায় আজ ছিল বইমেলার ‘শিশু প্রহর’।

সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘শিশু প্রহর’ -এ বাবা-মা অথবা অভিভাবকদের সঙ্গে নিয়ে শিশু-কিশোররা মেলায় আসেন। তারা বইয়ের সঙ্গে পরিচিত হন। আবার বইও কেনেন। তবে বইমেলার শুরুর দিনের মতোই এ দিন উপচেপড়া ভিড় ছিল। কিন্ত উপস্থিতির তুলনায় বেচাবিক্রি কম হয়েছে।

মেলায় শুধু বই কেনার জন্যই নয়, শিশুদের চিত্ত-বিনোদনের জন্যও বিশেষ ব্যবস্থা রয়েছে। শুধু তাই নয়, শিশুবিষয়ক লেখকরাও কোমলমতি শিশুদের সঙ্গে গালগল্প করছেন। মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে শিশু কর্নার করা হয়েছে।

বইমেলা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ বলেন, আজকের শিশুরাই আগামী দিনের সমাজ বিনির্মাণের কারিগর। বইমেলার প্রধানতম লক্ষ্য সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানো। এ জন্যই ছুটির দিনগুলোতে মেলায় শিশু প্রহরের ব্যবস্থা করা হয়েছে। যাতে করে শিশুরা সাচ্ছন্দ্যে বইমেলায় ঘোরাফেরা ও কেনাকাটা করতে পারে।

অচিনপুর.কম/এমএ

Post navigation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *