বইমেলার সময় আরও দুদিন বাড়ানোর জন্য বাংলা একাডেমিকে চিঠি দিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি। রোববার (১৮ ফেব্রুয়ারি) এ চিঠির বিষয়ে গণমাধ্যমকে জানান সমিতির সহ সভাপতি শ্যামল পাল।
চিঠিতে তিনি বলেন, ‘অমর একুশে বইমেলা শুরু হওয়ার প্রথম তিন দিন মেলাপ্রাঙ্গণের প্রস্তুতি ও বৃষ্টিজনিত সমস্যার কারণে মেলায় অংশ নেওয়া প্রকাশকরা যথাযথভাবে বিক্রি শুরু করতে পারেনি। সে কারণে অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। এখানে ১, ২ মার্চ শুক্র ও শনিবার হওয়ায় দুই দিন অমর একুশে বইমেলায় সময় বৃদ্ধির অনুরোধ করছি।’
এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা বলেন, ‘এখনো সিদ্ধান্ত হয়নি। চিঠিটি ভালো করে দেখে তারপর বলতে হবে।’
পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি অন্যপ্রকাশের কর্নধার মাজহারুল ইসলাম বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে অনেকেই বই কিনতে পারেনি। অনেক প্রকাশনির ভালো বিক্রি হয়নি। আর এবার মেলা লিপ ইয়ারের কারণে ২৯ দিন হবে। ২৯ তারিখ বৃহস্পতিবার, পরের ছুটির দুইদিন মেলা বর্ধিত করা হলে কিছু বেচাকেনা হবে।সূত্র: জাগোনিউজ
বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব কে এম মুজাহিদুল ইসলাম বলেন, ‘মার্চে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ১ মার্চ থেকে সোহরাওয়ার্দী উদ্যান অংশে নানা অনুষ্ঠান থাকে। তাছাড়া গণপূর্ত বিভাগ মাঠের সংস্কার কার্যক্রমের জন্য ১ মার্চের আগে মেলার মাঠ ছেড়ে দিতে বলেছে। তাছাড়া বইমেলার বিষয়ে ডিএমপিরও কিছু নির্দেশনা রয়েছে। বইমেলার সময় বৃদ্ধির বিষয়টি বইমেলার একক সিদ্ধান্ত নয়। প্রকাশকরা আবেদন জানিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব। কোনো সিদ্ধান্ত হলে সেটি মন্ত্রণালয় থেকেই হবে।’