ফেরা

আলফাজ হোসেন
ধানমন্ডি, ঢাকা।

কবিতা: ফেরা

এ শহর ছেড়ে ঠিক ঠিক চলে যাবো একদিন!
বড়ো বেশী অচেনা এখন এ শহর;
যেন তোমার মতোই…

তোমার হাসিতে ছিল জাদু,
এখন সে হাসি আমার বুকের গভীর লুকিয়ে থাকা জলতরঙ্গে আর সুর তোলে না…
চোখের গভীরে থাকা নীল সমুদ্রকেও আর পাই না খুঁজে…
এভাবেই বুঝি বদলায় মানুষ… বদলায় শহর!

জানি আমার চলে যাওয়া মনে রাখবে না কেউ…
হয়তো মনে মনে খুঁজবে ভোরের দোয়েল পাখি,
প্রতিদিন আমার বারান্দায় আসতো সে…
বেশ ভাব হয়েছিল তার সাথে।

শহরে আসা জনস্রোতের বিপরীতে
আমি ফিরে যাবো সেই ছোট্ট গ্রামে…
নিকানো মাটির ঘরের দাওয়ায় বসে
বড়ো বাতাবী লেবুর গাছটার ডালে খুঁজবো
অন্যকোনো দোয়েল পাখিকে…

অচিনপুর. কম/ শারমীন সুলতানা ববি

Post navigation

18 thoughts on “ফেরা

  1. 712582 240945Most beneficial human beings toasts should amuse and present give about the couple. Beginner audio systems previous to obnoxious throngs would be wise to remember often the valuable signal employing grow to be, which is to be an individuals home. very best man speech examples 227345

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *