প্রত্যাশা 

__তসলিমা নাসরিন

কারুকে দিয়েছ অকাতরে সব ঢেলে
সেও অন্তত কিছু দেবে ভেবেছিলে।
অথচ ফক্কা, শূন্যতা নিয়ে একা
পড়ে থাকো আর দ্রুত সে পালায় দূরে
ভালবেসে কিছু প্রত্যাশা করা ভুল।

আলোকিত ঘর হারিয়ে ধরেছ অন্ধকারের খুঁটি
যারা যায় তারা হেসে চলে যায়, পেছনে দেখে না ফিরে।
তলা ঝেড়ে দিলে, যদিও জোটেনি কানাকড়ি কিছু হাতে
তুমি অভুক্ত, অথচ তোমার সম্পদ খায় তারা
যাদের বেসেছ নিংড়ে নিজেকে ভাল।

ঠকতেই হবে ভালবেসে যদি গোপনে কিছুর করো
প্রত্যাশা কোনও, এমনকি ভালবাসাও পাবার আশা।

,

Post navigation

73 thoughts on “প্রত্যাশা 

  1. Most of the things you articulate happens to be supprisingly precise and it makes me ponder the reason why I hadn’t looked at this in this light before. This article really did switch the light on for me as far as this subject goes. Nevertheless at this time there is actually 1 point I am not necessarily too comfy with so while I make an effort to reconcile that with the main theme of your position, permit me see just what the rest of the subscribers have to point out.Well done.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *