আফতাব হোসেন
ইংল্যান্ড।
কবিতা: নিঃসঙ্গতা
জানতে চেয়েছিলি, কেন মন খারাপ;
কেমন করে বোঝাই তোরে,
তুই আমার সব,
ভীষণ পেতে চাওয়া সুখ ,
তুই আমার কষ্ট ,
পেয়েও না পাওয়ার দুখ ।
ভরসা দিয়েছিলি, আমি আছি তো!
আছিস কি তুই?
পথে পথে ঘুরি,
কোথাও কেন পাই না খুঁজে?
বিরান বুকের ভূঁই,
অথচ মনের ভেতরই লুকিয়ে থাকিস,
মন খারাপের তুই!
হেসে বললি, আর কী করলে তোমার হব?
আসলেই কি কেউ কারও হয়?
মানুষগুলো ঐ আকাশের তারার মতই,
দূর থেকে কাছাকাছি মনে হলেও,
যোজন যোজন দূরে, একান্তই একা।
মন খারাপ করলি?
কী করব বল?
এই পৃথিবীর নাট্যমন্চে,
তাঁর লেখা স্ক্রিপ্টমত করছি অভিনয়,
সাজঘরে ফিরে আয়নায় দেখি,
রঙ মেখে সঙ সেজে দাঁড়িয়ে একাকী,
এ আমি তো সে আমি নয়!
অচিনপুর ডেস্ক /এসএসববি