দুঃখবিলাস

শারমীন সুলতানা ববি
পলাশী, ঢাকা।

কবিতাঃ দুঃখবিলাস

আজ আমার ভীষণ মন খারাপ…
আকাশের দিকে চাইলাম, দেখি সেও বিষন্নতায় ছেয়ে আছে।
কদিন খুব ব্যস্ততা গেল, মেহমান-অসুস্হতা…
আকাশের দিকেও ফিরে চাইতে পারিনি।
জানি, আমার অবর্তমানে সেও ভাল নেই…
রোজ আকাশের দিকে চেয়ে দুদন্ড যে স্বস্তির নিশ্বাস ফেলত,
সে যদি না আসে, আকাশেরও মন খারাপ হয় বৈকি!
সবাই কি তা অনুভব করে?
তাইতো খুব ঝড়-বৃষ্টি চলল কদিন ধরে!
দিনের মধ্যে কয়েকবার আকাশটাকে দেখতে না পারলে দমটা আটকে আসে আমার!

বহুদিন পরে আজ আমি বড় একা…
আমার চারপাশে কেউ নেই,
আজকের এইদিনটি শুধুই
আমার একান্ত অনুভবের…
আকাশের সাথে মিতালীতে কেটে যাবে সুমধুর কিছু সময়।
গোধূলির আলোতে নবপরিণীতার মত রং এর খেলা চলবে পুরো আকাশ জুড়ে।
আমি মুগ্ধ নয়নে চেয়ে থাকব, এতদিনের না দেখা পুষিয়ে নিব।

আজ আমার দুঃখবিলাসের দিন…
বাইরের সব আলো নিভে গেলে চায়ের কাপ নিয়ে বসবো বই হাতে
ডুবে যাবো কোন এক লেখকের ভাবনায়,
আর আমার ভাবনাগুলি রয়ে যাবে মনের গভীরে, ঝিনুকের বুকের মুক্তোর মত
লোকচক্ষুর অন্তরালে….

অচিনপুর ডেস্ক/ জেড. কে. নিপা

Post navigation