অভ্রনীল আজাদ
দক্ষিণ সুদান।
কবিতা: তুমি নেই বলেই
তুমি নেই বলেই কোন সকালই নয় আর স্নিগ্ধ
রৌদ্রদগ্ধ গ্রীষ্মের দুপুরও হাজারো প্রশ্নবিদ্ধ;
সুনীল আকাশও হয়ে ওঠে বেহায়া ভীষণ,
শুভ্র মেঘেরা হেসে যায় থুড়থুড়ে বুড়ির মতন।
তুমি নেই বলেই শরতের কাশবনে লাগে না দোলা
হেমন্তেও নেই গান, কিষাণীর মন উতলা।
শীতেও নেয় গুটিয়ে নিজেরে করে রাখে অন্তরীণ
আমি যেমন রয়েছি কোটরে যে রকম তুমিহীন।
তুমি নেই বলেই কি এসব ঘটছে এখন?
নাকি আমার মনই অযথাই করে উচাটন?
তবুও প্রকৃতি কাঁদে এলেই আষাঢ়-শ্রাবণ
আমার তো দু’চোখ জুড়ে চলছেই প্লাবন।
তুমি নেই বলেই সুন্দরও নিখোঁজ বহুদিন
নিসর্গ যে তোমাতেই সেই থেকে হয়ে আছে লীন।
(০৬/০৫/২০২০)
অচিনপুর ডেস্ক /এসএসববি