কবিতা ও আবৃত্তি: আকাশের বুকে নীলিমা

সালমা খান
ভুঞাপুর,টাংগাইল,বাংলাদেশ।

ডুয়েট কবিতা:
আকাশের বুকে নীলিমা

নীলঃ
নীলিমা তোমায় ভালোবাসি-

নীলিমাঃ
-কতোটা?

নীলঃ
হুম, এক আকাশ।

নীলিমাঃ

এই জন্য তোমাকে
ছুঁতে পাই না?

নীলঃ
হু সে জন্যই হয়তো

নীলিমাঃ
কতোটা কাছে গেলে
আকাশ ছোঁয়া যায়?

নীলঃ
চোখ বুঝলেই।
নীলিমা,

নীলিমা
ও…
আমি জানব কি করে
কতোদিন চোখ বুঝিনি।

নীলঃ
তারচেয়ে বরং তুমি মেঘ হয়ে যাও?

নীলিমাঃ
আমি মেঘ হলেই বুঝি
তোমাকে ছুঁতে পারব?

নীলঃ
হ্যাঁ

নীলিমাঃ
তোমার বুকে মাথা রেখে
শান্তিতে ঘুমাবো।

নীলঃ
হয়ে যাও মেঘ।

নীলিমাঃ
আচ্ছা
যদি কখনো কাল বৈশাখী
দমকা হাওয়া তোমার বুক থেকে আমায় সরিয়ে দেয়
তখন তুমি কি কষ্ট পাবে?

নীলঃ
ওমন করে বলোনা গো…. তুমি যে মিশে যাচ্ছো অস্তিত্বের সাথে।
যার জন্য না ঘুমিয়ে রাত জাগা যায়-
তার প্রতি কতোটা ভালোবাসলে অমনে হরানো যায়?

নীলিমাঃ
হ্যাঁ
আমি জানি
তুমি আমায় ভালবাসো
কিন্তু পরিমাপ জানি না।

নীলঃ
পরিমাপ কিভাবে করবে বল
এসব তো মরিমাপ করতে নেই-
শুধু যতটা পারা যায় ভালোবেসে যাওয়া….।

নীলিমাঃ
জানো
মাঝেমাঝে না
আমি কল্পনায়
তোমাকে বড় সাজাই
আমি লালটুকটুকে বধু সাজি।

নীলঃ
অতপর
তোমাকে যেদিন কিছু মুহুর্ত কাছে পাবো সেদিন কিছুক্ষণের জন্য হলেও নিজেকে সবচেয়ে সুখি মানুষ মনে হবে।

নীলিমাঃ
দুজন দুজনে
যখন কাছে আসি
তখন খুব বেশি প্রণয় হয় আরও কাছে পাওয়ার সাধ জাগে কিন্তু তোমার বিচরণ আকাশে,
না পাওয়ার কষ্ট গুলো
বেদনার সুরে বাজে হুহু করে,
হঠাৎ স্বপন ভেঙে টুকরো হয়
বড্ড অভিমানে কাঁদি।

নীলঃ
মিলনে হারাবো দুজনে
শুধু স্বপ্নটা একটু দীর্ঘ করো তুমি।

নীলিমাঃ
তুমিও কি আমার মতো
এমন স্বপ্ন দেখো?
তোমারও কি আমার মতো
কষ্ট হয়?

নীলঃহুম

নীলিমাঃ
হয়তো…
মুখে বলনিতো কখনো
তাই জানা হয়নি।

নীলিমাঃ
একটা কথা শুনবে?

নীলঃ
বলো

নীলিমাঃ
তোমার হৃদয়ের আয়নাটা কতোদিন হলো মুছনি?
কাল রাতে নিজের মুখটা
তোমার হৃদয়ের আয়নায় দেখতে ইচ্ছা করেছিলো খুব
হাজার চেষ্টা করেও
দেখতে পারিনি
তোমার আয়নাটা যত্নের
আবছা হয়ে গেছে যে।

নীলঃ
আমি অগোছালো ছেলে কেমনে যত্ন নেব বলো।

নীলিমাঃ
আজকাল তুমি বড্ড বেখেয়ালি
হয়ে গেছো।

নীলঃ
হ্যাঁ ঠিক বলেছো।

নীলিমাঃ
তোমার হৃদয়ের আয়নাটা
আমার কাছে চিরদিনের জন্য
রেখে যাও
দেখবে আমি কতো যত্ন নেই
আমার হাতের ছোয়ায় স্বচ্ছ হয়ে উঠবে।

নীলঃ
নিয়ে নাও,

নিলিমাঃ
শুধু নিয়ে নাও বললেইতো
নেওয়া যায়না।

নীলঃ
আমার হৃদয় তোমার জন্যইতো
বন্ধু আছে ভক্ত আছে অনেক
কিন্তু তুমি হচ্ছ প্রিয়া।
শুধু ভালোবাসি বললেই কি ভালোবাসার প্রকাশ হয়?
তোমাকে পাশে না পেলে
দম বন্ধ হয়ে যায়
দুদন্ড না দেখলে মরতে বসি
এর নাম কি ভালবাসা নয়?

নীলিমাঃ
যদি তাই হয়
তবে সকাল দুপুর বিকাল
হৃদয়ের যত্ন নিও ওখানটায়
আমার ছবি রেখো!

নীলঃ
তুমি বলেছো
ঠিক আছে তাই হবে।

নীলিমাঃ
সত্যি করে বলোতো তোমার হৃদয়ের আয়নাটা কে কবে চির ধরিয়েছে?
কবে থেকে আয়নার ফ্রেমে ঘুন পোকা ধরেছে,

নীলঃ
তুমি যত্ন নিলেই ঠিক হবে।

নীলিমাঃ
তাহলে জন্মজন্মান্তরের জন্য হৃদয়ের আয়নাটা দলিল করে দাও আমায়।

নীলঃ
দলিল রেডী শুধু সাইনের অপেক্ষায়।

নীলিমাঃ
ওকে
তাই হবে
নীল তোমায় আমি ভালবাসি
ঠিক আমার মতো করে…

নীলঃ
আমি তোমায় ভালবাসি
হাজার বছর ধরে…
ঠিক আমার মতো করে।

https://www.youtube.com/watch?v=Du5zsjrXi7U

Post navigation

One thought on “কবিতা ও আবৃত্তি: আকাশের বুকে নীলিমা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *