কবিতা জীবন-সংক্রান্ত ডিসেম্বর ৮, ২০২২ডিসেম্বর ৮, ২০২২ Tonmoy DasLeave a reply – ভাস্কর চক্রবর্তী কোথাও সানাই বেজে চলেছে এখনমানুষেরা বাড়ি ফিরছে সুখ-শান্তি চেয়ে।আমি শুধু ঘুরি আর ঘুরে মরি।চেয়ে দেখি আমার জীবনেশুধু রাস্তা পড়ে আছে__ধূ ধূ রাস্তা পড়ে আছে শুধু। কবিতা, ভাস্কর চক্রবর্তী