ছোট কাগজ ‘অনুপ্রাণন’ এর মোড়ক উন্মোচন

শিল্প-সাহিত্যের ত্রৈমাসিক অনুপ্রাণন চতুর্থ ও শেষ পর্ব ‘বাংলাদেশের গল্প: নির্বাচিত ১০০ গল্পকার’র মোড়ক উন্মোচন করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি বইমেলার লিটল ম্যাগ চত্বরে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয় পাঠ-উন্মোচন। এতে বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক পারভেজ হোসেন, নাসিমা আনিস, আনিস রহমান ও মণীশ রায়।

বাংলাদেশের গল্পকার ও গল্প প্রকাশিত হয়েছে মোট চার পর্বে। নির্বাচিত ১০০ জন গল্পকার, গল্প-সাহিত্য নিয়ে সামষ্টিক আলোচনার পাশাপাশি সংক্ষিপ্ত জীবনী, প্রকাশিত বই, পুরস্কার ও সম্মাননা এবং আলোচকের দৃষ্টিতে সংশ্লিষ্ট গল্পকারের নির্বাচিত একটি গল্প সংকলিত হয়।

স্বাগত বক্তব্যে অনুপ্রাণন সম্পাদক আবু এম ইউসুফ বলেন, ‘স্বাধীন বাংলাদেশে যারা সাহিত্যের ভিত্তিমূল রচনা করেছেন, তাদের মধ্য থেকে যাদের নির্বাচন করেছি; তাদের মধ্যে সর্বকনিষ্ঠের জন্ম ১৯৬৫ সালে। সর্বজ্যেষ্ঠ যিনি তার জন্ম ১৮৯৭ সালে। যারা বাংলাদেশের, যাদের পাঠক বাংলাদেশের, বাসস্থান বাংলাদেশে—তাদের নিয়েই এ কাজ।’

সম্পাদকের বক্তব্যের পর মোড়ক উন্মোচন করা হয়। অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাবন্ধিক সরকার আবদুল মান্নান এবং দীলতাজ রহমান।

অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন—সৈয়দ মাজহারুল পারভেজ, আনোয়ার কামাল, জ্যোৎস্নালিপি, মামুন মুস্তাফা, আমিরুল বাসার, ইসমত শিল্পী, সৈয়দ নূরুল আলম, শফিক হাসান, হানিফ ওয়াহিদ, অমিত কুমার কুণ্ডু, অনিরুদ্ধ দিলওয়ার, মাইনুল ইসলাম মানিক, নূর কামরুন নাহার, স ম শামসুল আলম, জেবুননেসা হেলেন প্রমুখ।

Post navigation

One thought on “ছোট কাগজ ‘অনুপ্রাণন’ এর মোড়ক উন্মোচন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *