ছাপ্পান্ন হাজার

অভ্রনীল আজাদ
সাউথ সুদান।

কবিতাঃ ছাপ্পান্ন হাজার

বালি হাঁসের পিঠে করে ভর –
দোয়েল-ফিঙে-শালিকের চোখে নিয়ে অনাবিল স্বপ্নের জোয়ার
আমি উড়ব ঘুরব যত দূর তোমার বিস্তার,
ফিরব ঠোঁটে করে নিয়ে মাছরাঙা-পানকৌড়ির নির্মল সুখ—
যখন সে ছোঁ মেরে তুলে নেয় কাঙ্ক্ষিত শিকার—
যে জলে ভেসে চলে তোমারও বাড়ন্ত গড়ন;
সেই খানে খেজুর গাছের গলা চিরে,
তাল গাছের ডগা বেয়ে নেমে আসে উন্মত্ত সোম,
কুটিরের ছাদ গলে উঁকি দেয় দিনের ঝলক,
শীতের উঠোনে নেচে ওঠে আদুলে শিশুর ঘুঙ্ঘুর
এক মুঠো সোনা ঝরা রোদ্দুরে কেউ কেউ মেতে ওঠে অধরা ছায়ার সাথে খেলায়।
আর সব প্রোদ্ভিন্ন যৌবন সবুজ মাঠের পর দুলে উঠে–
দোলায়িত করে বেশরম বাতাস সর্ষের আবেশে ধোয়া নিসর্গের শরীর।
আমি তার থেকে কুড়াব ঘাসফড়িঙের অহম।
তুমি আস বা না আস— সাথী হলে আমারও বুক জুড়ে খুঁজে নিতে
ক্ষেত্র এক ছাপ্পান্ন হাজার।।
যেখানেই থাকি মাগো! যে শ্মশানেই পুড়ি!
যে মাটিতেই হোক কবর!
আমার সমস্ত আমায় ঘিরে রইবে শুধুই তোমারই বিহার।।

অচিনপুর ডেস্ক / জেড. কে. নিপা

Post navigation