উম্মে কুলসুম লাইজু
বরিশাল।
কবিতা: চৈতি সন্ধ্যার বৃষ্টি
বাহ্! রুপোলি বৃষ্টি
চৈতি সন্ধ্যায় ঝরছে তো ঝরছেই
এক নাগাড়ে গলগলিয়ে
সেই বৃষ্টির মতো
এখনো সেই রঙ
সেই চঞ্চলতা
ভেজা নারিকেল পাতার ঝাপটানো শব্দ
শোঁ শোঁ আওয়াজ
কোনো নতুনত্ব নেই বৈচিত্র্যে
ঠিক আমার শৈশব কৈশোরের বৃষ্টির মতো
আমার অভিমান মিলিয়ে দেয়া বৃষ্টির মতো
আমার খেলার সাথী হওয়া বৃষ্টির মতো
দু’হাতে কান বন্ধ করে আবার ছেড়ে দেয়া
সেই নন্দিত শব্দের বৃষ্টির মতো
এখনো সমানে সেই ছান্দসিক সুর তোলে
বদলায়নি এতটুকুও
এতটুকুও বদলায়নি আজও।
শুধু বদলে গেছে আমার সেই আবেগ
বদলে গেছে আমার সেই চঞ্চলতা
বদলে গেছে তুমুল বৃষ্টিতে ঝাঁপাঝাঁপির দুষ্টুমি
বর্ষীয়ান বিবেকের কড়া শাসনে
ঘুমিয়ে গেছে সেই কিশোরী মন
পাল্টে গেছে জীবনের রঙ
অথচ বদলায়নি বৃষ্টির কোনো বৈশিষ্ট্য
চির নতুনেই চির স্বাভাবিক ঠিক তেমন
শুধু বদলে গেছে জীবন, জীবনের ধাপ
আর জীবনের রঙ
বিবেকের দায়বদ্ধতায়।
অচিনপুর ডেস্ক/ এস. এস. ববি