অভ্রনীল আজাদ
দক্ষিণ সুদান।
কবিতা: খোঁজ
চাইছো যাকে পাবে কোথায়,
খুঁজতে নেমেছ?
স্বপ্ন চোখে নাচতে নেমে
ঘোমটা দিয়েছ।
মন গহীনে আঁধার রেখে
পিদিম নিয়ে চল,
তাই নিশীথে জোনাক জ্বলে
জোছনা কোথায় বল?
রাত্রি শেষের ভোরের দিশায়
দিন যে এলোমেলো,
অহম পুষে মনের ভিতর
আধুলিটাও গেল।
বন্ধ চোখে আঁজলা ভরে
নিচ্ছ আলোর ছটা
নীল আকাশে দেখছ তাই
মেঘের ঘনঘটা।
বন্ধু তোমার পর হয়ে যায়
কান নিয়ে যায় চিলে,
লাভ কি বল সাঁতার কেটে
শুকনো খালে-বিলে?
যেমন করে মেঘের ছায়ায়
সূর্য লুকিয়ে থাকে
তেমন করেই লুকিয়ে আছে
খুঁজছ তুমি যাকে।
চাইছো যাকে পাবেই তাকে
প্রশ্ন কর নাকো
দেনা-পাওনার হিসেব ভুলে
ভালবাসতে থাক ।
অচিনপুর ডেস্ক/ এস এস ববি