খুলনায় মাসব্যাপী একুশে বইমেলা শুরু

খুলনায় মাসব্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে। বয়রায় বিভাগীয় সরকারী গণগ্রন্থাগার প্রাঙ্গণে ১ ফেব্রুয়ারি এ মেলার উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

উদ্বোধন অনুষ্ঠানে মেয়র বলেন, বইপড়া ছাড়া জ্ঞান অর্জন করা সম্ভব নয়। মানুষের নিত্যসঙ্গী হিসেবে বই সবসময় বন্ধুর মতো কাজ করে। বইপড়া ছাড়া কেউ বড় হতে পারে না। আর বইমেলা হচ্ছে বাঙালির প্রাণের মেলা। ভবিষ্যৎ প্রজন্মকে বেশি করে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

বইয়ের প্রতি সবাইকে আকৃষ্ট করতে বইমেলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘একুশ আমাদের অহংকার, একুশ আমাদের গৌরব। দেশের সব আন্দোলনের অনুপ্রেরণা এসেছে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। বেশি বেশি বই পড়তে সবার প্রতি আহ্বান জানান মেয়র।

খুলনার বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন ও পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বক্তৃতা করেন।

Post navigation

One thought on “খুলনায় মাসব্যাপী একুশে বইমেলা শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *