রাজবাড়ি


কবি মলয় কুমার মন্ডল

কবিতাঃ রাজবাড়ি
ভালোবাসার রাজপ্রাসাদ আজ,
একাকিত্বের বেদনায় বড়ো বিবর্ণ,
যে অঙ্গনে ব্যক্ত হতো কতশত কাহিনি একদিন
তার প্রাঙ্গণ আজ বড়ো বেদনাদীর্ণ।
একদিন না জানি কত ব্যস্ত ছিল
আজকের এই শূন্য জনপদ,
সিংহদুয়ারে কত পুরুষসিংহের ছিল আনাগোনা
আজ শুধু শূন্যতার হাহাকার, সবকিছু নিশ্চুপ নীরব!
রাজসিংহের রোষানল, অথবা রাজনীতির ছলনা,
ছিল রাজদণ্ড, ছিল জয়পরাজয়,
আজ রাজবাড়ির প্রতি প্রাচীরে সূচিত
মিথ্যে অহমিকার অবক্ষয়।
রাজবাড়িটির এই সুসজ্জিত, বিলাসী কক্ষে
না জানি কত ছিল উল্লাস,
বাতায়ন পাশে কান পেতে শোনো,আজও যায় শোনা
অতৃপ্ত আত্মার যাতনার দীর্ঘশ্বাস!
নূপুরের ধ্বনি, কত মিলন-বিরহের কাহিনি
প্রতি ছত্রে উদ্ভাসিত, অজানা কত ইতিহাস,
ঘাত-প্রতিঘাতে, নানা অভিঘাতে, সোপানের বুকে পদদলিত কত স্বপ্নের সর্বনাশ।
স্বর্ণময় আভা, বর্ণময় শোভা, সবই ছিল একদিন
তবু জানি না কালের কোন অভিশাপে,
রাজবাড়ি আজ একা, শূন্যতায় ঢাকা
না জানি কোন প্রায়শ্চিত্তের অনুতাপে!
আমাদের জীবনেও কত মান- অভিমান
কত মিথ্যে অহমিকা, জড়ো হয় কত পাপ-পূণ্য।
ভেবে দেখো বন্ধু, দিনের শেষে জীবনের হিসেব
ঐ রাজবাড়ির মতোই শূন্য!!

,

Post navigation

17 thoughts on “রাজবাড়ি

  1. My developer is trying to convince me to move to .net from PHP. I have always disliked the idea because of the costs. But he’s tryiong none the less. I’ve been using Movable-type on a variety of websites for about a year and am anxious about switching to another platform. I have heard good things about blogengine.net. Is there a way I can import all my wordpress content into it? Any kind of help would be really appreciated!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *