কবিতা: বিশ্বস্ত ব্ল্যাঙ্ক এসএমএস

আয়েশা আক্তার সীমা
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
পেশা : শিক্ষকতা।

কবিতা:

বিশ্বস্ত ব্ল্যাঙ্ক এসএমএস

খুব করে যে বলবো তোমায়
চলো, আবেগে ভাসি দু’জনায়
তা আর বলা হলো না
ভাসতে ভাসতে স্বপ্নের ভেলায়
জীবনের জাল বুনি, তাও হলো না।
সাদা কালো স্বপ্নগুলো পেলোনা
কুমারী ভাবনার রঙিন স্পর্শ
ভালো লাগা বন্দি হলো মুঠোফোনে
বন্দি হলো আমাদের আবেগের বেগ।

জলে ডুবে যেতে যেতে ভেসে উঠার মত
এক জীবন পেলাম, অনাবিল আনন্দে
শিহরিত যেনো কুমারী কামিনীর ঘ্রাণ
বাহক শান্ত এক ব্ল্যাঙ্ক এসএমএস।
তোমার মুঠোফোনের নম্বর যখন
মিলে যেতো ঘড়ির কাটার সাথে
রোজ সন্ধ্যায়, একই নিয়মে।
সাদা পাতায় দেখতে পেতাম সব স্বপ্ন
কাঙ্ক্ষিত শব্দ হেসে হেসে ভেসে যেতো
বাতাসে তাই ভেসে গেলাম আমিও।

ওটা ছিলো আমার অনেক পাওয়া,
তোমার পাঠানো বিমূর্ত শব্দগুলো
না বলা না জানা যত সব কথা
ভীষণভাবে বিশ্বস্ত হয়ে উঠলো,
মূর্তি করে নিলাম মনের মত করে
আবেগী ভেলায় ভাসার তৃপ্তি ছুঁলো মন
মনে হলো এটাই প্রেম, চির আপন
এখানেই লুকিয়ে আছে সেই জন
যে আমার আপনার চেয়ে আপন।

Post navigation

4,048 thoughts on “কবিতা: বিশ্বস্ত ব্ল্যাঙ্ক এসএমএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *