শারমীন সুলতানা ববি
পলাশী, ঢাকা।
কবিতা:
বড় জানতে চায় মন
যখন–
বসন্ত এসে দোলা দেয় মনে
শরৎ আমায় ডেকে নেয় সঙ্গোপনে
কাঁশফুলে যৌবন পায় বনানী
প্রতিবার নতুনভাবে মুগ্ধ করে তোমার মুখ খানি।
প্রতিদিনের কাজের ভীড়ে
ভালবাসি…
প্রতিক্ষণে ব্যস্ততার ফাঁকে
ভালবাসি…
সকালের নির্ঝরে মনে পড়ে
দুপূরের সৌম্যভাবে, তোমায়ই ভাবি
বিকালের চায়ের নির্যাসে
মিশে রও একসাথে
সন্ধ্যার অলসতায়
চুপটি করে থাকো হৃদয়কোণে
আর রাতের মৌনতায়
স্বপ্নে দেখি তোমায়।
চোখের জলের উত্তাপে
কপালের পরিশ্রমী ঘামে
বিষন্নতার আড়ালে
সকল অভিমানী পরশে
সমস্ত অস্তিত্বের হুমকীতে
আমি ভালবেসেছি তোমায়।
মনে কি পড়ে না!
একদা ছিলাম আমি
তোমার অস্তিত্বের সব চিহ্ন…
প্রতিটি খেয়ালে, অবচেতনে
তোমার সারাদিনে
তোমার শয়নে
তোমার স্বপনে।
আজ জানতে চায় এ মন
আজও কি তুমি কবিতায় দেখো আমায়?
মন খারাপ হলে শুকতারায় খোঁজ আমায়?
একলা নিরবে বসে ভাবো আমায়?
আজও কি তুমি ভালবাসো আমায়?
নাকি ভুল ভেবেই ভুলে আছো?
বড় জানতে চায় মন…