কবিতা: প্রজাপতি মন

ইভা আলমাস
৭/১ সুরতরংগ রোড
টংগী, গাজিপুর।

কবিতা:

প্রজাপতি মন

প্রজাপতির মন আকুতি
উড়বে পুরো আকাশ জুড়ে ,
অন্তবিহীন অনন্তকাল
আকাশটাকে দেখবে ঘুরে ।

সপ্তরথী পাখার সাথে
পরীর ডানা লাগিয়ে এনে ,
খুব যতনে রাখলো তাকে
ভালবাসার রঙিন খামে ।

রাতভরে তার স্বপ্নগুলো
নেচে নেচে গান গেয়ে যায় ,
সকাল হলেই উড়বে সে যে
স্বপ্নরথী’র স্বপ্ন ডানায় ।

অবশেষে সকাল হলো
প্রজাপতির ভাঙলো যে ঘুম ,
অবাক হয়ে দেখলো চেয়ে
আকাশ জুড়ে গুড়ুম গুড়ুম !

সকাল গেলো, দুপুর গেলো
সন্ধ্যামণি আসলো শেষে ,
মেঘের কালো রইলো ছেয়ে
নীল নীলান্তর ওই আকাশে ।

উড়বে ভেবে পরির ডানা
যেখান থেকে এনেছিল ,
আলগোছে সেই ডানাদুটো
ঠিক সেখানে রেখে এলো ।

বুঝলো শেষে প্রজাপতি
ইচ্ছে হলেই সবকিছুতে ,
হয়না পূরণ মনের আশা
যতই তুমি চাওনা পেতে ।

Post navigation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *