অভ্রনীল আজাদ
সাউথ সুদান।
কবিতা: পৃথিবীর পথ দীর্ঘ হোক!
হায় মোহ আমারে ছাড়ে না!
আমি ছেড়ে চলে যেতে চাই বহুদূর,
জানি একদিন ছেড়ে যেতে হবে এ ভূবন
সাধের লোকালয়, বন্ধু-স্বজন, যে তুমি সব থেকে সুন্দর—
যাকে ভেবে ভেবে কেটে গেছে অগুনতি প্রহর।
যে তুমি—
পলক ফেলতেই হাজারো বাগান হয়ে যায় লুট—
গুচ্ছ গুচ্ছ গোলাপেরা লুটে পড়ে তোমার চরণ তলায়,
ওষ্ঠের কাঁপন থামার আগেই আকাশের বুক চিরে
নেমে আসে রকমারি ফুলের বৃষ্টি—
নির্মল পাঁপড়িরা করে যায় অনাসৃষ্টি ছুঁয়ে তোমার কপোল;
যে তোমার উঠোন কোণে দাঁড়িয়ে পরে ফেরেস্তা-যমদূত—
সহসাই উজবুকের মত হয়ে পড়ে কিংকর্তব্য বিমূঢ়
ভুলে যায় পাঠাতে বার্তা, নিতে রুহের খবর।
যে তুমি—
অনায়াসেই মুক্তার বান ডেকে ভাসাও জনস্রোত,
অলখিতেই থামিয়ে দাও চলন্ত বাস- ট্রেন- নভোজান,
থেমে যায় শ্লোগান, বাকরুদ্ধ গম গমে মিছিল,
জনতার মঞ্চ ভেঙ্গে পড়ে, খসে পড়ে শিরোস্ত্রাণ— সমস্ত অহংকার,
সকল দর্প চূর্ণ যে ভজনালয়ে—বহুবার উঠেছে সেখানেও ঝড় হিসেব নেই তার,
সাগরের ঢেউ কুলে আছড়ে পড়ার আগেই উত্তাল লাখো – হাজারো মন,
তাকেও ফেলে চলে যেতে হবে বহু দূর,
অসীমে হতে হবে একদিন বিলীন –
উৎসের খোঁজে এসে নিরুৎসাহিত পান্থের মত ক্লান্ত – বিষণ্ণ – মলিন।
হাজারো বন্ধুর বুকে তীর ছুড়ে যে পরম শত্রুকে ভালোবেসে বেঁধেছ সংসার –
তাকেও ফেলে রেখে সহসাই চলে যেতে হবে হে বন্ধু প্রবর!
তবু মোহ আমারে ছাড়ে না—
তোমারে ছেড়েছি কত আগে
হয়তো ভুলিনি এখনো—
যত দিন বেঁচে আছি কাছে না পাই,
ভাবনায় – বাসনায় তবু হে প্রিয়ে তোমারেই চাই—
আমার জন্যই না হয় পৃথিবীর পথ দীর্ঘ হোক।
অচিনপুর ডেস্ক/ এসএসববি