কবিতা: পলাশ রাঙা অশ্রু

আফতাব মল্লিক
পশ্চিম মেদিনীপুর
পশ্চিমবঙ্গ,ভারত।

কবিতা:

পলাশ রাঙা অশ্রু

আমার অশ্রু ভেজা চোখের কোণে যদি কোন গাছ হতো-
তাহলে আমি পলাশ ফুলের বীজ ছড়িয়ে দিতাম-
কারণ তুমি পলাশ ফুল খুব ভালোবাসো।
আমি সেই ফুল ছুঁয়ে খুঁজে পাবো হারিয়ে যাওয়া ‘তুমি’ কে ।
কখনো বা তোমার খোঁপা ছোঁয়া ঘ্রাণ মেখে হারিয়ে যাবো,অতীতের স্মৃতির সাগরে।
আর হাতড়ে আনা রঙিন স্মৃতিগুলো কিছুটা হলেও কমিয়ে দেবে-
তোমার প্রতি আমার অবিশ্বাসের ওজনকে।
তোমার হেঁটে যাওয়া পথে দাঁড়িয়ে হয়তো বা ভেবে নেবো,
আমারও একটা সবুজ বাগান ছিল কোনদিন।
কত যত্নে সেখানে ফুটিয়ে ছিলাম ভালোবাসার ফুল।
আর সেই ফুলগুলো কত কথা বলতো তোমার সাথে, আমার সাথে । গোধূলি বেলায়।
কিন্তু আজ আমার স্বপ্নেরা দলছুট।
প্রয়োজনের কালো মেঘ, দূরত্বের আকাশে নিয়ে গেছে প্রিয়জনকে।
হৃদয়জোড়া সম্পর্ককে এক নিমেষে ভুলে যাওয়া সেই ‘তুমি’ কে অপরাধী জেনেও-
আমি সমব্যথী তোমার প্রতি।
আমার না পাওয়ার উঠোন জুড়ে ছড়িয়ে আছে, আমার স্বপ্ন, আশা, ঘর বাঁধার উপকরণ।
আমার ইচ্ছেরা মনমরা হয়ে মুখ লুকিয়ে আছে হতাশার ডানার ভেতর।
তবুও আমার না পাওয়ার কষ্টগুলো কখনো দোষ দেয় না তোমাকে।
কারণ সবই তো তোমাকে ভালবেসে পাওয়া।
স্বপ্ন শুকিয়ে যাওয়া চোখের কোণে ফুটে ওঠা তোমার প্রিয় পলাশ-
শুষে নিয়েছে আমার অশ্রু ঠিকই।
তবুও সেই চোখ তো তোমাকেই খুশি দেখবে শেষে।
একদিন তো তোমার ঠোঁটে একচিলতে হাসি দেখার জন্যই,
সময় আর নিজেকে ভুলে গিয়েছিলাম আমি।
তোমার চোখের তারায় জীবন গড়ার স্বপ্ন দেখা আমার সেই চোখে-
তুমি কোনোদিন আঁকতে চাওনি তোমার জীবনের ছবি , হয়তো!
তবুও সে চোখের পলক এখন তোমার সুখের কথা ভেবে শান্তিতে বুঝতে পারে চোখের পলক।
তোমার সুখে থাকাতেই বাঁচতে চায় আমার অতৃপ্ত বাসনাগুলো এখনও।

Post navigation

18 thoughts on “কবিতা: পলাশ রাঙা অশ্রু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *