কবিতা: নীড় খুঁজে ফেরা পাখি

তৈয়বা মনির
ঢাকা ক্যান্টনমেন্ট
ঢাকা।

কবিতা: নীড় খুঁজে ফেরা পাখি

সান্ধ্য পথে ধাবমান একাকী পথিক আমি
রাতের আঁধার ছুঁয়ে ছুঁয়ে যায় নীলিমা 
নীড়ের খোঁজে ছুটে চলেছি আমি
অথচ ঠিকানা জানা নেই
কতটা পথ একাকী পাড়ি দিতে হবে
জানা নেই আমার
কতটা পথ পাড়ি দিলে –
একমুঠো ভালোবাসা ভরা নিঃশ্বাস মিলবে 
জানা নেই আমার
কোন ঠিকানায় আমার সমর্পন হবে
কার নিঃশ্বাসে লুকিয়ে আছে আমার বিশ্বাসের ছোঁয়া
জানা নেই আমার।

সান্ধ্য পথে বিচলিত একাকী পথিক আমি 
হৃদয়ের গভীরের তুষারিত ভাষাগুলো ছুঁয়ে দেখবে
এমন একজন বন্ধু চাই আমি
যার হাতে হাত রেখে –
অনায়াসে পাড়ি দিতে পারি হাজার হাজার মাইল অজানা পথ
যার চোখে চোখ রেখে –
বিশ্বাসের সুতোয় গাঁথতে পারি মনোরথ
যার ভরসার স্নিগ্ধ হাসিতে –
ক্লান্তিগুলোও হবে প্রশান্তির দীর্ঘপথ 
এমন একজন বন্ধু চাই আমার।

সান্ধ্য পথে সঙ্গীহীন ক্লান্ত পথিক আমি
কত ঝড় কত বৃষ্টি !
কত রোদমাখা উলঙ্গ দৃষ্টি
উপেক্ষা করে ছুটে চলেছি
আপন জনের খোঁজে
আপন নীড়ের খোঁজে
ছুটে চলেছি বিশ্বাসের ভেলায় চড়ে
একটু ভরসার নিঃশ্বাসের খোঁজে
ঠিকানা জানা নেই
জানা নেই – 
কত পথ চলতে হবে আমাকে
আর কতকাল কত পথ চলতে হবে আমাকে।

পড়ন্তবেলায় নীড় খুঁজেফেরা পাখি আমি
তবুও অদম্য স্বপ্ন ও সাহসে ভর করতে জানি
আমি আধাঁর শেষে ভোরের আলোয় মন ভরাতে চাই
আদরমাখা রোদের মায়ায় মন হারাতে চাই
দখিন দুয়ার খুলে হওয়ার সাথে মিতালি করতে চাই  
বর্ষার স্নিগ্ধ ধারায় বাসর গড়ে 
শরতের শিশির গায়ে মেখে
ঘাসফড়িঙের সাথে লুকোচুরি খেলতে চাই
নবান্নের সোনালী মাঠে প্রাণময় হাসিতে
শীতের নকশীকাঁথায় মধুর স্মৃতি মেখে  
বসন্তের ফাগুনধারায় আগুন ধরাতে চাই
তাই তো এখনো ছুটে চলেছি আমি
অজানার দিকে
ঠিকানা জানা নেই
তবুও  সন্ধ্যা বেলায় ঠিকানা খুঁজে ফেরা একাকী পথিক আমি।

আচিনপুর ডেস্ক/ এসএসববি

Post navigation