
আরিফুর রহমান
সোনাডাঙ্গা, খুলনা।
কবিতা : ডেকো আমায়
যদি কভু বুক ঝাপিয়ে কান্না পায়
ডেকো আমায়-
তোমার কষ্ট ভোলাতে যদি নাও পারি
না হয় পাশে থেকেই কাঁদবো তোমার সাথে।
যদি কোন অস্থির সময়ে পালিয়ে বাঁচতে চাও
ডেকো আমায়-
কথা দিচ্ছি, তোমায় থামিয়ে দেবো না
না হয় পালিয়েই যাবো তোমার সাথে।
যদি কখনো সব দিক অসহ্য মনে হয়
ডেকো আমায়-
কথা দিলাম পা মিলিয়ে হাঁটবো তোমার পাশে
না হয় চুপটি করেই বসে রবো তোমার সাথে।
যদি কোনদিন মন বিবর্ণ ক্যানভাস হয়ে রয়
ডেকো আমায়-
তোমার জীবনের রং ফেরাতে তুলি হবো সেদিন
না হয় সিক্ত আঁখিজলে আঁকবো তোমার সাথে।
যদি কোন সন্ধ্যা তিথিতে ডেকে আর
সাড়া না পাও,
সোজা দেখতে এসো আমায়-
হয়তো সেদিন আমার, তোমাকেই শুধু চাই।
কারণ,
আমি জানি না, কিভাবে ডাকতে হয় তোমায়?
আমি জানি না, কিভাবে পাশে হাঁটতে হয়?
আমি জানি না, কিভাবে একান্তে পেতে হয়?
আর আমি জানি না, কিভাবে জীবন রাঙ্গাতে হয়?
শুধু জানি
সর্বদা আমি তোমাকেই মানি
এ জীবনে শুধু তোমাকেই চিনি।
জানো!
মরণে কখনো আমার হয়নি ভয়
শুধু ভয় হয়-
যদি আমি না থাকি এ ধরায়
আমার মতো করে কে বলো চাইবে তোমায়?
যদি কখনো ভালবাসা চায় তোমার হৃদয়
ডেকো আমায়-
বেঁচে রই বা না রই
আমি আসবো নিশ্চয়ই,
কভু অশ্রু ভরে
কভু স্বপ্ন ভীড়ে
কভু বা অন্য নীড়ে।
অচিনপুর ডেস্ক/অভ্রনীল