কথোপকথন-৮

-পূর্ণেন্দু পত্রী

উত্তরোত্তর অত্যন্ত বাজে হয়ে উঠছো তুমি।

আজ থেকে তোমাকে ডাকবো

চুল্লী।

কেন জানো? কেবল পোড়াচ্ছ বলে।

সুখের জন্যে হাত পাতলে যা দাও সে তো আগুনই।

উত্তরোত্তর অত্যন্ত যা-তা হয়ে উঠছো তুমি।

আজ থেকে আমিও তোমাকে ডাকবো

জল্লাদ।

কেন জান? কেবল হত্যা করছো বলে।

তোমাকে যা দিতে পারি না, তার দুঃখ

সে তো ছুরিরই ফলা।

,

Post navigation

9 thoughts on “কথোপকথন-৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *