_রেদোয়ান মাসুদ
কতদিন দিন দেখিনা তারে
কতদিন দেখেনা সে আমারে
আমি তারে খুঁজি
নয়তো সে আমারে খুজে।
মাঝখানে একটি দেয়ালে
আবদ্ধ রয়েছে একটি ভালোবাসা
দুই দিকে দু’টি পথ ধরে।
কে কাকে খোজে বড় কথা নয়
কেউ কাউকে দেখিনা এটাই বড় মনে হয়।
জানিনা সে কোথায় আছে,
কোথায় থাকে, কার সাথে থাকে।
শুধু জানি আমি কোথায় আছি
কোথায় থাকি, কোথায় থেমে আছি।
হয়তো সে দুঃখে আছে, নয়তো সুখে
তবুও মনে হয় সুখেই আছে।
নয়তো জানতাম তার চোখের জল
কোন নদী থেকে কোন সাগরে পরে।
শত দুঃখের মাঝে শুধু এতটুকু
আশা জাগিয়ে রেখেছে আমারে।
হয়তো কোনদিন হবে দেখা
নয়তো চলে যাবো একা।
তারপর কোন একদিন ফিরবো এই পৃথিবীতে
ক্ষর শ্রোত পদ্মা নদীর ঘোলাটে জল হয়ে
সেও ফিরবে মেঘনা নদীর স্বচ্ছ জল হয়ে।
পদ্মা মেঘনার মোহনাতে
দেখা হবে দু’জন দুজনেতে
এরপর চলে যাবো গহীন সাগরে
মিশে যাব দুজন দুজনের তরে।
369618 666065Excellent humans speeches and toasts, possibly toasts. are hands down transferred at some time via party and expected to turn into very funny, amusing not to mention educational inside the mean time. greatest man wedding speeches 740725
548837 949103The Spirit with the Lord is with them that fear him. 310519
260035 935272This Los angeles Weight Loss diet happens to be an low and flexible going on a diet application meant for usually trying to drop the weight as properly within the have a much healthier lifetime. lose weight 57634
514835 682128Some genuinely fascinating details, well written and usually user genial . 530667
457787 511388Thanks for the blog loaded with so several details. Stopping by your blog helped me to get what I was seeking for. 129109
319314 743404Companion, this web website will probably be fabolous, i merely like it 74987