একুশ মানে

অভ্রনীল আজাদ
সাউথ সুদান।

কবিতা: একুশ মানে

একুশ মানে আর কিছু না
একুশ মানে মুক্তি
ভাষা এবং ভালবাসায়
তোমার আমার চুক্তি।

একুশ মানে এক যমুনা
পদ্মা মেঘনা সংগম
সাদা কালোর বিভেদ ভুলে
জাত বেজাতে আলিঙ্গন।

একুশ মানে তোমরা সবাই
কথায় খোঁজ যুক্তি
আমি বলি জুটলো না ভাত
কিসের তবে মুক্তি?

একুশ মানে ভাষার তরে
নয়তো জীবন দেয়া
দ্রোহ-প্রেম, বিরহ-মিলন
ভাগ করে নেয়া।

আমার চোখ অশ্রু সজল
তোমার ঠোঁটে হাসি
দিন বদলের চলতি হাওয়ায়
একুশ হল বাসি।

একুশ মানে টিপাইমুখ
ফারাক্কা বাঁধে ফাঁটল
জীবন দিতে দেশের তরে
আমরা সবাই অটল।।

অচিনপুর/ শারমীন সুলতানা ববি

Post navigation