একটি নক্ষত্রের মৃত্যুর মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করলেন অস্ট্রেলীয় বিজ্ঞানীরা

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির (এএনইউ) বিজ্ঞানীরা প্রথম ভয়ঙ্কর বিষ্ফোরণের মাধ্যমে একটি নক্ষত্রের মৃত্যুর মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করেছেন। বাসস।

৫ আগস্ট প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়, এএনইউ-এর গবেষক দল আমেরিকার মহাকাশ সংস্থা নাসা এবং অনেক আন্তর্জাতিক গবেষকের সহযোগিতায় একটি সুপারনোভার অভূতপূর্ব প্রাথমিক মুহূর্তগুলো বিশদভাবে পর্যবেক্ষণ করেছেন।

২০১৭ সালে নাসার বর্তমানে নিষ্ক্রিয় কেপলার স্পেস টেলিস্কোপে প্রথম এই সুপারনোভা বিষ্ফোরণ ধরা পড়ে।

এএনইউ রিসার্চ স্কুল অফ অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স-এর গবেষণা প্রধান এবং প্রতিবেদনের প্রধান লেখক প্যাট্রিক আর্মস্টং মিডিয়ায় এক বিজ্ঞপ্তিতে বলেন, “এই প্রথম কেউ সুপারনোভা বিষ্ফেরণের মাধ্যমে একটি নক্ষত্রের মৃত্যুর মুহূর্তগুলোর দিকে বিশদভাবে নজর দিতে পেরেছে।” তিনি বলেন, সুপারনোভার প্রাথমিক পর্যায়ের ঘটনাগুলো খুব দ্রুত ঘটে, তাই বেশিরভাগ টেলিস্কোপের পক্ষে এই রহস্য রেকর্ড করা খুব কঠিন।” এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য ছিল তা অসম্পূর্ণ ছিল এবং কেবল মহাকর্ষীর টানে সংকোচন এবং পরবর্তী বিষ্ফোরণ অন্তভূক্ত ছিল। কিন্তু সুপারনোভার একেবারে শুরুতে উজ্জ্বল আলোর বিষ্ফোরণ কখন জানা ছিল না। তিনি জানান, “এটি একটি বড় আবিষ্কার, এতে আমরা অন্যান্য নক্ষত্রগুলোর সুপারনোভা হয়ে ওঠা এবং বিষ্ফোরণের পরবর্তী তথ্য জানতে পারবো।”

যখন কোন নক্ষত্রের সমস্ত জ্বালানি পুড়িয়ে ফেলে জীবনকালের শেষ সীমায় পৌঁছে এবং নক্ষত্রটির অভ্যন্তরীণ মহাকর্ষীর টানে ধসে পড়ে তখন সেটিতে ভয়ংকর বিষ্ফোরণ ঘটে, বিষ্ফোরণের মাধ্যমে নক্ষত্রের মৃত্যুর এই ঘটনাই সুপারনোভা।

বিজ্ঞানীরা তথ্য বিশ্লেষণ করে বলেছেন, সুপারনোভা সৃষ্টিকারী এই নক্ষত্রটি আমাদের সূর্যের চেয়ে ১০০ গুণেরও বেশি বড় একটি হলুদ বর্ণালীর জায়ান্ট তারকা।

,

Post navigation

1,784 thoughts on “একটি নক্ষত্রের মৃত্যুর মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করলেন অস্ট্রেলীয় বিজ্ঞানীরা

  1. A course on Biomagnetism by Dr. Garcia is enlightening and comprehensive,
    with its detailed lectures combined with hands-on training.

    It has been designed for a broad range of learners
    at different stages in their career or from various fields;
    this it does by giving more weight to the scientific method as well
    as continuous developments in biomagnetism skills. The U.S courts are taught
    about not only through theoretical discussions but also practical seminars where students
    get involved with different activities related to what
    they have learnt so far during their studies such as principles behind this
    science and how it can be applied into practice within legal
    systems of America. There is an imposed strict dress code which aims at creating professionalism among all
    participants towards each other while showing respectfulness too.
    Those health care professionals who want to incorporate holistic methods into their practice especially those who want to
    be good at it should attend this workshop.

  2. Hello! I realizee thijs iis somewhhat off-topic buut I had to ask.
    Dooes operating a well-established blog such aas your require a lot oof work?

    I’m brand nnew tto wrriting a bloog bbut I do write in myy diary everyday.
    I’d liuke to starft a blog so I ccan easily share my experience and vierws online.
    Please lett mee knbow iif yyou hwve any kind oof sugggestions or tips for nnew aspiring bloggers.

    Apprecoate it!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *