আরিফুর রহমান
খুলনা।
আবৃত্তিসহ কবিতা: ইচ্ছেফড়িং সাবধান
কোথাও যেন ভুল হয়েছে সকলেরই?
কোথাও যেন বেসামাল ছিলাম সকলেই,
কোথাও ভীষণ অভিশাপ কুঁড়িয়েছি সবাই
কি এক পাপের প্রায়শ্চিত্ত চলছে, সভ্যতায়।
এ কোন অপরাধের প্রতিশোধ নিচ্ছে, প্রকৃতি
কেউ তা জানি না,
হয়তো, ভুলের মাঝেই হেঁটেছি এতকাল
হয়তো তুমি, হয়তো আমি, হয়তো সকলেই।
সভ্যতার দেনা যে বেড়েই চলেছে, প্রকৃতিতে
শত প্রশ্নে জর্জরিত সময়, আজ বড়ই অসহায়
ঠাট্টা-হাসি-কান্না যেন ভুলে যাবারই বিষয়।
শতসহস্র ভাইরাস আর ব্যাকটেরিয়া সম্বলিত প্রকৃতির এক বিশাল বিপুল রহস্যের অসীম বিকাশে সৃষ্ট এই সভ্যতা, আবার কবে হাসবে?
বিনা ভয়ে, বিনা অশ্রুতে, বিনা লাশে…
কেউ কোথাও, পৃথিবীর পরিমন্ডলে বীর্যপাত করেছে জীবাণু, আর সেই থেকে শুরু হয়েছে মৃত্যুর মিছিল।
মৃত্যুর এ মিছিল, কত দীর্ঘ হলেই, তবে থামবে?
কেউ তা জানি না
কেউ তা জানি না…
আজ-
প্রতিদিন নিঃশ্বাসে মৃত্যুর হিম স্পর্শের ত্রাস
আজ-
প্রতিদিন জীবন বহতায় নীল বিষের আঁচ
আজ-
প্রতিদিন স্বীয় গৃহে হাড়মাংশ যত্নের বাহার
আজ-
প্রতিদিন মৃত্তিকার ত্বকে হাঁটে ‘করোনা’র পাহাড়
আজ-
প্রতিদিন ভারী হয়ে আকাশে ভাসে অশ্রু চক্ষুর দর
আজ-
প্রতিদিন ইচ্ছেফড়িং সাবধান, ঐ’যে মৃত মানুষের ঘর।
অচিনপুর ডেস্ক/ জেড কে নিপা