আরও নজরুল

নিলুফার জাহান
আজিমপুর, ঢাকা।

কবিতা: আরও নজরুল

হে প্রিয় কবি, হে বিদ্রোহী বীর কাজী নজরুল
তুমি যে হঠাৎ কোথায় হারিয়ে গেলে
এখনও যে শোনা যায় অসহায়ের ত্রুন্দন রোল
মানুষের মাঝে সে প্রেম যে গেছে চলে
মানুষ দেখছি নিজের স্বার্থ নিয়ে বড় মশগুল
কেউ গায় না তো আর ঐ সাম্যের গান
সবদিকে আজ রয়েছে তো হিংসা বিদ্বেষ, ভুল
নেই তো কারও যে সত্যের প্রতি এতো টান
হে বাংলার জাতীয় কবি, গল্প, গানের বুলবুল
কাউকে তো পাই না তোমার মত খুঁজে
টেনে ছিঁড়ে ফেলে দিবে সকল অন্যায়ের মূল
পচন ধরেছে দেখ সমাজের রন্ধ্রে রন্ধ্রে
মানবতার কবি কেউ তো নেই তোমার সমতুল
অসাম্য, অধর্ম বিভেদ বংশ গৌরব ভেঙে
অসহায় মানুষের অধিকার করবে সমুজ্জ্বল
হুঙ্কার তুলবে কে আবার বজ্রকণ্ঠে
হে সত্যের কবি, সব শ্রেণী বৈষম্যের রোষানল
মানবতা আজ ধূলায় যায় যে মিশে
জাতি ধর্ম, বিভেদ ভুলে গাইবে অগ্নিবীণার বোল
বিশ্বের বিবেক নাড়া দিয়ে যাবে জোরে
হে প্রেমের কবি, কে বিলাবে ভালোবাসার ফুল
তোমার কবিতা, গল্প ,গান, জাগ্রত করে
হোক না আরও তোমারই মতো হাজার নজরুল…!

অচিনপুর ডেস্ক/ এস. এস ববি

Post navigation