আবৃত্তিসহ কবিতা: “কথা দিলাম”

কবি: আরিফুর রহমান, খুলনা।

কবিতা: “কথা দিলাম”

এক শিশির বিন্দু ভালবাসা দাও যদি
কথা দিলাম–
দিন ও রাতের মতো
ফুলের গায়ে মাখা গন্ধের মতো
উপকূলে গড়িয়ে চলা জলের মতো
আজীবন তোমাতেই মিশে রবো,
তোমার অভিমানী কষ্ট ভোলাতে
দূপুরের নিঃসঙ্গতা কাটাতে
একাকী দীর্ঘশ্বাসের গল্প জানতে
আমি বারে বারে তোমাতেই ফিরবো,
জীবন্ত প্রবালের মতো এক দ্বীপে
সোনালী বালুর সৈকতে মাদুর বিছিয়ে
তোমার অবয়ব কল্পনায় ক্লান্ত হৃদয় নিয়ে
এক বুক প্রতীক্ষার প্রহর গুনবো,
পূর্ণিমার রাতে নীল-হলুদ তারাদের সাথে
শুধু এক প্রিয় তারার খোঁজে
ঝাপসা হওয়া সময়ের ভাঁজে
তাণ্ডব তোলা ঝড়ের বেশে
শুধু তোমাকেই খুঁজবো,
যতবার চাও ধূলো হবো
জলের কণা হবো
কাদা হবো
আবছা আবছা আলো হবো
আলোগুলো শুষে নেয়া নিকষ কালো
সে আমিই হবো।

আমার ডানায় ভরসা রাখো যদি
কথা দিলাম–
ঠিক পৌঁছে দিবো
ভালবাসার সুউচ্চ পাহাড়ে,
সেথায় ধূসর আকাশের নিশ্বাস ছুঁয়ে
ভালবাসার ডাহুকেরা বারে বারে ফেরে
বৎসলা শালবনে,
আর পাহাড়ের গালে মেঘেরা
প্রেমের পরশ চুম্বন এঁকে যায়
উদার ভুজঙ্গ-ভঙ্গিমায়,
দূরন্ত নির্ঝর ভালবেসে আছড়ে পড়ে নদীর বুকে
সে ভালবাসার গভীরে থাকে চোরাটান
নদীর বান সেথায় নির্ঝরকে দিয়ে যায়
উথালপাথাল এক জলস্নান,
সেথায় ভালবাসার ছোঁয়া পেতে
কষ্টের-ওম বাড়ে জোছনা তিথিতে
পাহাড়ে পাহাড়ে ধ্বনিত হয় চাপা কান্না
সে কান্না সুখের কান্না মিলনের আঁধারে,
সেথায় চাঁদ রয় শান্ত ঘুমে নিমগ্ন…
আমি তার উদ্ভাসিত কিরণে
তরুলিপির স্বাক্ষর হতে
আকাশ হতে গলিত জোৎস্নায় সিক্ত হই,
তোমার স্পর্শের আকাংখায় আমি
অনিদ্রা নয়নে জেগে থাকি অনন্তকাল,
তোমার আঙ্গিনায় খুঁজে বেড়াই
আমার অস্তিত্বের বিন্দু-বিসর্গ,
জেনে নিও প্রিয়, ওটাই আমার পৃথিবী।

অচিনপুর ডেস্ক/ অভ্রনীল আজাদ

Post navigation