আবৃত্তিসহ কবিতা: এক আঁধারে জ্বলা শীতাংশু

আরিফুর রহমান

বেশ শীতে কুয়াশাঘন রাতে, হারানো সময়ের সাথে কচু পাতায় জমানো শিশিরে ভেজা স্বপ্নগুলো ফেরারী পথে হাঁটলো, হঠাৎ-ই…

নিভৃত নীড়ের হারানো আশাগুলো, ভুল প্রত্যয়নের ভিড়ে ছেঁড়া খাতায় বাক্সবন্দি অযাচিত কথার মতোই রয় উপেক্ষিত। ল্যাম্পপোস্টের চেনাজানা আলোর মতোই ওরা মূল্যহীন।

যতই চাই শক্ত বাঁধনে বাঁধতে, যতই আঁখি রক্ত বানাই জোত্স্না রাতে কাঁদতে, মিছে আশায় আঁকা ছবিতে মন আর ছুটতে চায় না প্রভাবতী কাঁচা রোদ্দুরের সাথে, কোন পথভোলা মেঠো পথে।

আকাশ শুধুই পথ দেখানোর প্রলোভন দেখিয়ে দিগন্ত রেখায় সূর্যাস্তের নানা রঙে মন ভুলায়। দিশাহারা ভুলো মন তাই আকাশের পানে চেয়ে, থেকে থেকে বৃষ্টি চায়। কি জানি কি পায় মন, আকাশের ঐ শূন্য খাতায়?

জীবন যতটা মুক্ত, মানুষ ততটাই ভুক্ত, আর মন…
মানা না মানার রথে নিজের প্রাপ্তির খোঁজে সে যেন সদা প্রাণবন্ত সূর্যমূখী। তার চাহনি, ডাগর আঁখির উত্তাপ, শুধুই সূর্যের তীর্যক রশ্মির তরে বিবাগী।

আর আমি! দিন শেষে ফেরারীপত্র বেশে, চাতকের জলঘোলা চোখে চেয়ে রই। জানি আকাশের কালো গর্তের নীড়ে আমি, নিতান্তই এক আঁধারে জ্বলা শীতাংশু…

……::: সোনাডাঙ্গা, খুলনা :::………

, ,

Post navigation

6 thoughts on “আবৃত্তিসহ কবিতা: এক আঁধারে জ্বলা শীতাংশু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *