আপন-পিয়াসী

__কাজী নজরুল ইসলাম

আমার আপনার চেয়ে আপন যে জন
খুঁজি তারে আমি আপনার,
আমি শুনি যেন তার চরণের ধ্বনি
আমারি তিয়াসী বাসনায়।।

আমারই মনের তৃষিত আকাশে
কাঁদে সে চাতক আকুল পিয়াসে,
কভু সে চকোর সুধা-চোর আসে
নিশীথে স্বপনে জোছনায়।।

আমার মনের পিয়াল তমালে হেরি তারে স্নেহ-মেঘ-শ্যাম,
অশনি-আলোকে হেরি তারে থির-বিজুলি-উজল অভিরাম।।
আমারই রচিত কাননে বসিয়া
পরানু পিয়ারে মালিকা রচিয়া,
সে মালা সহসা দেখিনু জাগিয়া,
আপনারি গলে দোলে হায়।।

,

Post navigation

54 thoughts on “আপন-পিয়াসী

  1. A lot of of the things you assert is supprisingly accurate and it makes me ponder the reason why I hadn’t looked at this with this light previously. This particular article really did turn the light on for me personally as far as this specific topic goes. Nonetheless there is actually just one point I am not too cozy with and while I try to reconcile that with the actual main theme of your point, allow me see just what the rest of the visitors have to point out.Very well done.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *