আকাশে ঘুমায় যে পাখি

পাখিটির নাম রেড-ব্রেস্টেড বার্ড…

রেড-ব্রেস্টেড বার্ড

পাখিটি তার লাল বুকটি অদ্ভুতভাবে ফুলিয়ে রাখে, এ যেন ভরা পেট খেয়ে আয়েস করে ভুড়ি ফুলিয়েছে। আবার আকাশে উড়তে উড়তে এরা ঘুমিয়ে পড়ে। এ যেন প্লেনটা অটোপাইলটে মোডে দিয়ে পাইলট একটু জিড়িয়ে নিলেন। বিষয়টি কি অদ্ভুত, তাই না!

বিজ্ঞানীরা জানান, রেড-ব্রেস্টেড টানা দুই মাস পর্যন্ত উড়তে পারে। প্রতিদিন গড়ে ৪১ মিনিট ঘুমিয়ে নেয় তারা। তন্দ্রাচ্ছন্নতায় তারা ডুবে যায় খুব অল্প সময়ের জন্য, প্রতিবারে ১২ সেকেন্ড করে। সাধারণত মস্তিষ্কের অর্ধেকটা তারা এ কাজে ব্যয় করে।

বাতাসের তরঙ্গের সঙ্গে মানিয়ে নিজেদের গুছিয়ে ওড়ার সময় স্বল্প পরিসরের এই ঘুম ঘুমিয়ে নেয় পাখিগুলো। কারণ তখন পাখার ব্যবহার তেমনটা ঘটে না। চোখের সঙ্গে জুড়ে থাকা মস্তিষ্ক তাদের ওড়ার পথ নির্দিষ্ট রাখে। এর ব্যবহারেই তারা সজাগ থাকে। তবে সব সময় এই মস্তিষ্ক জাগিয়ে রাখার প্রয়োজন পড়ে না।

শুধু সমুদ্রের ওপর দিয়ে ওড়ার সময় তারা ঘুমের কাজটি সারতে পাড়ে না, কারণ তাদের পাখনাগুলো পানি প্রতিরোধী নয়।

…::::: সমাপ্তি :::::…

আরিফুর রহমান (সম্পাদক, অচিনপুর.কম)

Post navigation