অস্কারজয়ী চিত্রনাট্যকার রবার্ট টাউন আর নেই

হলিউডের অস্কারজয়ী বিখ্যাত চিত্রনাট্যকার রবার্ট টাউন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর। গত সোমবার লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে তিনি মারা যান।

প্রচারক ক্যারি ম্যাকলুর বার্তা সংস্থা এএফপি’কে এ কথা জানিয়েছেন। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা হয়নি। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘বিখ্যাত চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা রবার্ট টাউন পরিবারের সদস্যরা বলেছেন তিনি শান্তিপূর্ণভাবে মারা গেছেন।’

বিখ্যাত চায়নাটাউন মুভির চিত্রনাট্য তার লেখা। একে এ যাবতকালের সেরা চিত্রনাট্য হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া ‘দ্য লাস্ট ডিটেইল’ ‘শ্যাম্পু’ এবং প্রথম দু’টি ‘মিশন ইম্পসিবল’ মুভির চিত্রনাট্যের কৃতিত্বও তার।

টাউন ছিলেন ১৯৭০ এর দশকের নিউ হলিউড আন্দোলনের একজন নেতৃস্থানীয় ব্যক্তি। তার সবচেয়ে বিখ্যাত কাজের মধ্যে রয়েছে ‘বনি এন্ড ক্লাইড’ এবং ‘দ্য গড ফাদার’।

রবার্ট টাউন ১৯৭০ এর দশকের মাঝামাঝিতে তিনবার অস্কারের জন্য মনোনীত হন। শেষ পর্যন্ত চায়নাটাউনের জন্যে তিনি সেরা চিত্রনাট্যকার হিসেবে অস্কার জিতেন।

রবার্ট টাউন ১৯৩৪ সালের ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন। বাসস।

Post navigation

7 thoughts on “অস্কারজয়ী চিত্রনাট্যকার রবার্ট টাউন আর নেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *