অনুভূতির অভয়ারণ্য



কবি মোঃ মামুন মিয়া

কবিতাঃ অনুভূতির অভয়ারণ্য
হে বসুধা,
খুলে দাও দ্বার
উন্মুক্ত কর তোমার উদার বক্ষ
শ্বাপদসংকুল পথ কর চিরায়ত মসৃণ
প্রান্তের আধমরা অনুভূতিগুলোকে দাও হেঁচকা টান
সবুজের সমারোহে পথ প্রান্তর,অসীম আকাশ
কালে কালে, মহাকাল দিবসে
তুমি কর জীবকুলের বাসযোগ্য
হও জীবন অনুভূতির অভয়ারণ্য।
আমাজনের এ্যানাকোন্ডার ন্যায় আমার
অসহায় অনুভূতিগুলোকে পেঁচিয়ে হত্যা কর না।
মুমূর্ষু অনুভূতিগুলোকে সুন্দরীর শ্বাসমূলের ন্যায়
হাফ ছেড়ে বাঁচতে দাও।
চতুর্দিকে ঘিরে থাকা হিংস্র শৃগালের অন্ন যোগান কর না
আমার তিলে তিলে মনের মনিকোঠায় ঠাঁই হওয়া
প্রিয়তমার অনুভূতি।
তুমি প্রসন্ন হও।
আমার হৃদয় পোড়ার অনুভুতি শোনার কেউ নেই
অনিচ্ছায় নিতান্ত দায়ে পড়ে বিমুখী হয়ে
আমারই প্রিয় মানুষগুলো শোনে দু’চার কথা।
বড় অসহায় আমি;
গ্রহণ কর অধমের ক্ষুদ্র নিবেদন
তুমি অনুভূতির অভয়ারণ্যের জয়ধ্বনি গাও।

,

Post navigation

961 thoughts on “অনুভূতির অভয়ারণ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *